১৪ জুন ১৯৭১ঃ করাচীতে গভর্নর টিক্কা খান
পূর্ব পাকিস্তানের গভর্নর ও সামরিক আইন প্রশাসক লে. জেনারেল টিক্কা খান ঢাকা হতে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে করাচীতে যাত্রা বিরতিকালে বলেন, বর্ষাকালে সীমান্তের অপর পাড় হতে যে কোন সম্ভাব্য অনুপ্রবেশ জনিত পরিস্থিতি মোকাবেলা করতে সম্পূর্ণ তৈরি আছে। তিনি বলেন ক্ষমা ঘোষণা রাজনৈতিক কর্মী ও নেতাদের জন্য প্রযোজ্য। তারা এর সুযোগ গ্রহন করবেন এবং আইন শ্রিংখলা রক্ষায় নিযুক্ত প্রশাসন যন্ত্রের সহিত পূর্ণ সহযোগিতা করবেন বলেই তার আশা। তিনি বলেন, ‘ক্ষমতা হস্তান্তর প্রশ্ন সমাধানের আগে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করে দেখতে হবে। প্রদেশের পরিস্থিতি বর্তমানে শান্ত এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। অনুপ্রবেশকারীরা সীমান্তে কিছু পুল উড়িয়ে দিয়েছে এবং ধ্বংসাত্মক কাজ করছে। তিনি শান্তি কমিটির ব্যাখ্যা দিয়ে বলেন, এটা মোটেও রাজনৈতিক সংগঠন নয়। শন্তি কমিটির সাচ্চা পাকিস্তানিরা দুস্কৃতকারীদের হাত থেকে দেশ বাঁচানোর জন্যে আমাকে পূর্ণ সহযোগিতা করছে। রাতে লাহোরে পৌঁছে গভর্নর বলেন শান্তি কমিটি সদস্যরা কেন্দ্র থেকে থানা পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তারা ভাল কাজ করছে। তাদের স্বার্থ রক্ষায় তিনি তাদের সাথে অবিরাম যোগাযোগ রাখছেন। তিনি বলেন রাজনীতি করার জন্য শান্তি কমিটি গঠন করা হয়নি। তিনি বলেন কয়েক ডজন আওয়ামী এমএনএ এমপিএ তার সাথে যোগাযোগ করিতেছেন।