১৪ জুন ১৯৭১ঃ খান সবুর
জাতীয় পরিষদের সাবেক নেতা খান আবদুস সবুর পূর্ব পাকিস্তানী শরণার্থীদের দেশে প্রত্যাবর্তনে ভারতের বাধা দানের নিন্দা করেন। তিনি বলেন ভারত তাহার অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য শরণার্থীদের হাতিয়ার হিসেবে ব্যাবহার করে বিপুল পরিমান সাহায্য লাভের চেষ্টা করছে। সবুর খান বলেন ভারত আমাদের এক শ্রেণীর লোককে ভারত যেতে প্রলুব্ধ করে। তাদের স্বর্ণযুগের প্রতিশ্রুতি দেয়া হয়। তারা অচিরেই বুঝতে পারে তারা নরকে গিয়ে পড়েছে। সরন সিংহ এর বিদেশ সফর প্রসঙ্গে সবুর বলেন ভারত তার নিজের সামরিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য এখন বিভিন্ন দেশের কাছে ধর্না দিচ্ছে। বিদেশ সফররত ভারতীয় নেতারা একটা চাপ সৃষ্টি করে তাদের শর্ত মাফিক শরণার্থীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য পাকিস্তান কে বাধ্য করার চেষ্টা করছে। এ পর্যন্ত তারা ব্যার্থই হয়েছে।