১৪ জুন ১৯৭১ সোভিয়েত সরকার শরণার্থীদের বিভিন্ন কাজে দুটি এ এন ১২ পরিবহন বিমান পাঠিয়েছে।
এগুলি এখন দমদম বিমান বন্দরে দায়িত্ব পালনের অপেক্ষায় রয়েছে। এ বিমান গুলি এক সাথে ২০০ যাত্রী পরিবহণে সক্ষম। মঙ্গলবার থেকে বিমান দুটি শরণার্থীদের নিয়ে মধ্য প্রদেশে যাওয়া আসা করবে। বিমান বন্দরে বৈমানিকদের অভ্যর্থনা জানাতে সোভিয়েত কন্সাল ভি দিউলিন ছাড়াও কনসাল গুরবেনভ কেন্দ্রীয় ত্রান দপ্তরের কর্মকর্তা ভিপি বাইদাকভ প্রাদেশিক ত্রান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এস সি রায় এবং এরোফ্লয়েট কর্মকর্তা সেজকুলভ উপস্থিত ছিলেন।