১৪ জুন ১৯৭১ঃ সামরিক সরকার ঢাকার রাস্তাঘাটের নাম পরিবর্তন করেছেন।
সামরিক সরকার ঢাকা পৌরসভার মাধ্যমে ঢাকা পৌরসভার দু শতাধিক রাস্তাঘাটের নাম পরিবর্তন করেছেন। এ রাস্তাসমুহের প্রায় সবগুলিই আগে হিন্দু নাম ছিল বর্তমানে এসব রাস্তার মুসলমান নাম রাখা হয়েছে। কয়েকটি রাস্তার নাম পরিবর্তন তুলে ধরা হল
১) রেবতী মোহন দাস রোড -শহীদ আলাউদ্দিন রোড নামটি এখনো বহাল আছে।
২) সুভাস বসু এভিনিউ – খালিদ বিন ওয়ালিদ এভিনিউ
৩) শাঁখারী বাজার রোড- টিক্কা খান রোড
৪)ঈশ্বর চন্দ্র ঘোষ লেন – ডঃ শহিদুল্লাহ রোড
৫) প্রসন্ন পোদ্দার লেন – আগা খান স্ট্রীট
৬) জোড়পুর লেন – শহীদ আজিজ ভাটটি লেন, বীরশ্রেষ্ঠ / নিশান ই হায়দার ১৯৪৮
৭) লাল মোহন সাহা রোড – মোহাম্মদ আলী বগুড়া রোড
8) অভয়দাস লেন – কামরুন্নেসা রোড
৯) আর কে মিশন রোড – হাসরাত মাহানি রোড
১০) গোপীবাগ ১, ২, ৩ লেন – শামশুন্নাহার ১, ২, ৩ লেন।
১১) জয়কালী মন্দির রোড – শহীদ মেজর তোফায়েল রোড, আখাঊড়ায় নিহত ১৯৫৮
১২) কিশান লেন – আব্বাস উদ্দিন রোড
১৩) শশী মোহন বসাক রোড – স্যার এফ রহমান রোড
১৪) বনগ্রাম রোড – নিস্তার রোড ( বিভাগ পরবর্তী প্রভাবশালী মন্ত্রী)
১৫) নরেন্দ্র নাথ বসাক রোড – ওয়াজেদ আলী খান পন্নি রোড
১৬) ঢাকেশ্বরী রোড – মওলানা আকরাম রোড