১২ জুন ১৯৭১ঃ ভারতের বিভিন্ন রাজ্য সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল
বোম্বেতে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন। সভায় সভাপতিত্ব করেন ভারতের সাবেক বিচারপতি ও রাষ্ট্রদূত এম সি চাগলা। বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলে আছেন ফণীভূষণ মজুমদার, শাহ মোয়াজ্জেম হোসেন, কেএম ওবায়দুর রহমান এবং নুরজাহান মুর্শিদ। চাগলা এবং ফণী মজুমদার অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানান। শাহ মোয়াজ্জেম হোসেন তার ভাষণে বলেন পাকিস্তান সৃষ্টির সুত্র ছিল একটি ভাঁওতাবাজি। তিনি বলেন দেশের দু অংশের মধ্যে ধর্ম ছাড়া আর কিছুতেই মিল নেই । তিনি বলেন ইয়াহিয়া, পিপিপি, পুজিপতি, সেনাবাহিনী মিলেই পাকিস্তান ভেঙেছে এখানে শেখ মুজিবকে দোষ দেয়া যায় না। কে এম অবায়দুর বলেন পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের একটি দায়িত্ব রয়েছে। নুরজাহান মুর্শিদ অবিলম্বে শেখ মুজিবের মুক্তির প্রচেষ্টা নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।