১২ জুন ১৯৭১ঃ ঢাকায় সদরুদ্দিন আগা খান
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান ঢাকায় বলেছেন পূর্ব পাকিস্তান সফরে তিনি সরকারের পূর্ণ সহযোগিতা পেয়েছেন। তিন দিনব্যাপী সফর শেষে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে ঢাকা বিমান বন্দরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন যে সব পূর্ব পাকিস্তানী ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ফিরিয়ে আনার সুযোগ সুবিধা দেয়াই তাদের প্রধান কাজ। তিনি বলেন পাকিস্তান সরকারের স্থাপিত অভ্যর্থনা শিবির পরিদর্শন কালে তিনি কিছু শরণার্থীদের সাথে কথা বার্তা বলেছেন। এর আগে তিনি কুমিল্লার একটি অভ্যর্থনা শিবির পরিদর্শন করেন। তিনি গভর্নর টিক্কা খানের সাথে আলোচনা করেন। বিমানবন্দরে তার সম্প্রদায়ের অনেক লোক উপস্থিত থেকে তাকে বিদায় জানান।