১২ জুন ১৯৭১ঃ রেডিও ভাষণে আখতার সোলায়মান
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কন্যা বেগম আখতার সোলায়মান এক রেডিও ভাষণে গভর্নর জেনারেল টিক্কা খানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ গ্রহণ করে ভারতে আশ্রয় নেয়া এমএনএ এবং এমপিএদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তন করার জন্য এবং ভারতের দুরভিসন্ধি নস্যাৎ করার জন্য প্রশাসনকে সাহায্য করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি সকল শরণার্থীদেরও একই আহবান করেন। তিনি বলেন তাদের সকল প্রকার পুনর্বাসনের বেবস্থা নেয়া হবে এবং নিরাপদে বাড়ী পৌঁছে দেয়া হবে।তিনি বলেন অনেক এমএনএ এবং এমপিএ তার সাথে দেখা করেছেন এবং আরও এমএনএ এবং এমপিএ দের সাথে তিনি দেখা করতে চান।