১২ জুন ১৯৭১ঃ ইউনিসেফ এর ত্রান তৎপরতা
ইউনিসেফের ডিরেক্টর হেনরি লাবুইজ বলেছেন ভারতে আশ্রয় গ্রহন কারী পূর্ব পাকিস্তানের মা ও শিশু শরণার্থীদের রিলিফ প্রদানের লক্ষে অর্থ সংগ্রহের জন্য ইউনিসেফের জাতীয় কমিটিসমুহের প্রতি আহবান জানিয়েছেন। আবুলাইজ বলেন এপর্যন্ত তারা ৬ লক্ষ ডলার মূল্যমানের রিলিফ সরবরাহ করেছে। এর মধ্যে আছে চার্টার করা একটি বোইং ৭০৭ বিমান। এ বিমানটি ৩৪ টন ঔষধ এবং পলিথিন সিট নিয়ে গত সপ্তাহেএসেছে। ৪১ টি জীপ যাহা অন্যান্য কর্মসূচী হতে প্রত্যাহার করে আনা হয়েছে। ইউনিসেফ ভারতে তাদের অন্যান্য কর্মসূচী হতে ঔষধ প্রত্যাহার করে শিবির গুলোতে দিচ্ছে। তারা ভারতীয় রেডক্রসের কাছ থেকে প্রাপ্ত ২০০ তাবু এবং বিশ্ব খাদ্য সংস্থা হতে প্রাপ্ত ৩৯ টন গুরা দুধ শরণার্থীদের মধ্যে বিতরন করেছে। তাছাড়া বিভিন্ন সামগ্রী ক্রয়ের জন্য তারা ১০ লক্ষ ডলার বেয় করেছে। ইউনিসেফ যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ৩০০০০ টন হাই প্রোটিন বিস্কুট সরবরাহ করার কার্যক্রম নিয়েছে। দুই অংশে সাহায্য সমন্বয়ের জন্য তিনি উথান্ত এর দুত কিত্তানি এবং জাতিসংঘের রিলিফ তত্ত্বাবধায়ক সাহগাত আল তাবিলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন আরও সাহাজ্জের জন্য তিনি ইউএনএইচসিআরের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন।