সদরুদ্দিন আগা খানের সীমান্ত পরিদর্শন
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খানের খুলনা যশোর পরিদর্শন। যশোরে তিনি বেনাপোল এবং চুয়াডাঙ্গায় স্থাপিত দুটি অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করেন। সরকার সম্প্রতি দেশপ্রেমিক পাকিস্তানী নাগরিকদের প্রত্তাবাসনের জন্য যে ১১ টি ক্যাম্প খুলে এগুলি তার দুটি। শিবিরে তিনি খাদ্য বস্র চিকিৎসা সুবিধাদি দেখেন। খুলনায় তিনি পিপলস জুট মিল এবং ক্রিসেন্ট জুট মিল পরিদর্শন করেন। জাতিসংঘ ত্রান কাজের কার্যক্রমের অংশ হিসেবে নিউইয়র্ক ও ইসলামাবাদের মধ্যে সরাসরি রেডিও যোগাযোগ স্থাপন করেছে। ঢাকায় উথান্তের প্রতিনিধি বাঘাত আল দাউইল তার কাজ শুরু করেছেন।