You dont have javascript enabled! Please enable it!

১০ জুন ১৯৭১ 
ভারত সরকার শরণার্থীদের মধ্য প্রদেশের মানা শিবিরে স্থানান্তর করা শুরু করেছে। এদের বেশীরভাগ নেয়া হচ্ছে বশিরহাট ও তার আশপাশ থেকে। বশিরহাট থেকে আজ মানার উদ্দেশে প্রথম ট্রেন ছেড়ে গিয়েছে। শরণার্থীদের স্থানান্তর অপছন্দনিয় তাই কর্মকর্তাদের এ কাজে বেগ পেতে হচ্ছে। পশ্চিম বঙ্গের স্বাস্থ্যমন্ত্রী জয়নাল আবেদিন বলেছেন উড়িষ্যা বিহার উত্তর প্রদেশ অন্ধ্র প্রদেশেও শিবির স্থাপনের পরিকল্পনা আছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!