৯ জুন ১৯৭১ঃ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ডি জি বরমা বলেছেন ফাও এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে কোন সাহায্য ভারতে আশ্রিত শরণার্থীদের দেয়া হবে না। তিনি বলেন তার সংস্থা থেকে ইতিমধ্যে ৩০ লাখ ডলার দেয়া হয়েছে এবং পূর্ব পাকিস্তানে ঘূর্ণি দুর্গতদের জন্য দেয়া বরাদ্দ অর্থ যদি সাশ্রয় হয়ে থাকে তা এখানে খরচ করার জন্য বলা হয়েছে। হু এর মত ফাও স্বীকার করেছে ভারতে কলেরা এবং গ্যাস্ট্রিকে ৩০০০ মারা গিয়েছে এবং ১০০০০ জন আক্রান্ত হয়েছে।