০৯ জুন ১৯৭১ঃ
মার্কিন সিনেটে সিনেটর (ডেমোক্র্যাট) ফ্রাংক চার্চ ও সিনেটর (রিপাবলিকান) উইলিয়াম স্যাক্সবি পাকিস্তানে মার্কিন অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ রাখার জন্য একটি দ্বিপক্ষীয় সংশোধনী প্রস্তাব আনেন। প্রস্তাবে বলা হয় পূর্ব বাংলার শরণার্থীরা কেবল ভারতের বোঝা হয়ে দাঁড়ায়নি, পাশাপাশি এ সমস্যার ফলে এ এলাকার শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা মনে করি, উদ্বাস্তুদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য যুক্তরাষ্ট্রের উচিত সেখানে আন্তর্জাতিক সাহায্য পাঠানো এবং উদ্বাস্তুদের স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা। জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি বুশ মহাসচিব উথান্তকে বলেছেন তার দেশ ভারতে পূর্ব পাকিস্তানী শরণার্থীদের জন্য অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার বরাদ্ধ করেছে।