৮ জুন ১৯৭১ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের পশ্চিম বঙ্গে কলেরা মহামারী আক্রান্ত শরণার্থী শিবিরে পরবর্তী ৮-১০ সপ্তাহের সাহায্য বাবদ ৩০-৪০ টন সাহায্য সামগ্রী প্রেরন করছে যার ২১ টন কলেরা ভ্যাক্সিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ পর্যন্ত ১০০০০ কলেরা ও পেটের পীড়া আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত ৩০০০ শরণার্থী মারা গিয়েছে।