৭ জুন ১৯৭১ঃ খান আবসদুস সবুর
মুসলিম লীগ নেতা খান এ. সবুর ঢাকায় এক বিবৃতিতে বলেন দেশের সামাজিক রাজনৈতিক এবং শিক্ষাগত কাঠামো অবশ্যই ইসলামী অনুশাসন ভিত্তিক হতে হবে। তিনি বলেন মাত্র গুটি কয়েক জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ শুরুর আগে পাকিস্তানি পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন ও কোরআন তেলওয়াত পরিবেশনের বেবস্থা করা হয়। তিনি আশা করেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরূপ বেবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন পাকিস্তান তাহার ইতিহাসের সবচে বড় সংকট কাটিয়ে উঠেছে । একটি মাত্র লোকের খামখেয়ালী এবং অনমনীয়তার জন্যই আমাদের মুল অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনী এবং জনসাধারন ভারতের দুষ্ট চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে এবং রাষ্ট্র বিরোধী লোকদেরও নির্মূল করেছে। আমাদের ধ্বংস করতে বেরথ হয়ে ভারত এখন পূর্ব পাকিস্তানে আমাদের তাহাজ্জিব তমুদ্দন ধ্বংস করার বিরাট পরিকল্পনা গ্রহন করেছে।