৭ জুন ১৯৭১ঃ লোক সভায় কলেরা বিতর্ক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী উমা শঙ্কর দীক্ষিত লোকসভায় জানিয়েছেন শরণার্থীরা পূর্ব পাকিস্তান থেকেই কলেরা জীবাণু বহন করে এনেছেন। তা ছাড়া পাক বাহিনী অনেক লাশ দাফন বা সৎকার না করে নদীতে ফেলে দেওয়ায় জীবাণু নদীর পানির মাধ্যমেও সীমানার এ পাড়ে এসেছে। শরণার্থীদের অন্যান্য রাজ্যে স্থানান্তর করা হবে। পশ্চিম বঙ্গের ৭ জেলায় শরণার্থী শিবিরে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে তবে এর বাইরে প্রকোপ তেমন একটা নেই। সংসদের উভয় কক্ষেই মন্ত্রী উপমন্ত্রী গন জানিয়েছেন কলেরা প্রতিরোধে কেন্দ্রীয় সরকার জরুরী ঔষধ ও চিকিৎসা সামগ্রী ৪ রাজ্যে পাঠাচ্ছেন। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী জয়নাল আবেদিন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পশ্চিম বঙ্গে কলেরা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪১১৮ জন আর মারা গিয়েছেন ৩২০০ জন। তিনি বলেন গতকাল পর্যন্ত রাজ্যে শরণার্থী আগমনের সংখ্যা ৪২ লাখ। জয়নাল আবেদিন জানান ঔষধ বিমাআন যোগে পাঠানো হবে। এর মধ্যে সেনাবাহিনীর কাছে হেলিকপ্টার চেয়ে পাঠানো হয়েছে। নদীয়াতে অক্সফামের দুটি জেট ইঞ্জেকটর প্রেরন করা হয়েছে।