You dont have javascript enabled! Please enable it!

এই সেই ব্যক্তিত্ব যার রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি হয়েছিলেন বিশ্বনেতা। যে ভালোবাসার জন্য বাঙালি তাঁর ডাকে সব কিছু বন্ধ করে দিয়েছিলো – যখন তিনি বলেছিলেন “রেডিও যদি আমাদের নিউজ না দেবার দেয়, কোনো বাঙালি রেডিও স্টেশন এ যাবেন না। টেলিভিশন যদি আমাদের নিউজ না দেওয়া হয়, কোনো বাঙালি টেলিভিশন অফিসে যাবেন না। দুই (২) ঘণ্টার মতো ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে।কিন্তু পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবেনা।” তাঁর ডাকেই এসেছে স্বাধীনতা, মানচিত্র, পতাকা। যত চক্রান্ত আর রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো হোক না কেন বঙ্গবন্ধুকে এই বাংলা থেকে মুছে ফেলার ষড়যন্ত্র কোনোদিন আর সফল হবেনা।

বঙ্গবন্ধুর সোজা জবাব

এই সেই ব্যক্তিত্ব যার রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি হয়েছিলেন বিশ্বনেতা। যে ভালোবাসার জন্য বাঙালি তাঁর ডাকে সব কিছু বন্ধ করে দিয়েছিলো – যখন তিনি বলেছিলেন "রেডিও যদি আমাদের নিউজ না দেবার দেয়, কোনো বাঙালি রেডিও স্টেশন এ যাবেন না। টেলিভিশন যদি আমাদের নিউজ না দেওয়া হয়, কোনো বাঙালি টেলিভিশন অফিসে যাবেন না। দুই (২) ঘণ্টার মতো ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে।কিন্তু পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবেনা।" তাঁর ডাকেই এসেছে স্বাধীনতা, মানচিত্র, পতাকা। যত চক্রান্ত আর রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো হোক না কেন বঙ্গবন্ধুকে এই বাংলা থেকে মুছে ফেলার ষড়যন্ত্র কোনোদিন আর সফল হবেনা।

Posted by সংগ্রামের নোটবুক on Sunday, January 5, 2020

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!