এক দল সোনার মানুষ ছিলো আমার বাংলায়। তাঁরা আমাদের মতো জীবনের অংকে এত ভালো ছিলোনা। তাই তো বোকার মত বিনা স্বার্থে খালি হাতে বেরিয়ে পড়েছিলো গায়ে একটা চাদর জড়িয়ে কোন এক ঘন কুয়াশার ভোরে। এরা এখনো বোকা। এখনো আমরা নিজেদের লাভে তাদেরকে একবার কিনি, একবার বিক্রি করি! তবুও, নতুন প্রজন্মের কাছে বেশী কিছু চাইনা। একটাই অনুরোধ, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে না পারো, অন্তত অসন্মান করোনা।
ভিডিও – মুক্তির কথা।