অবস্থা স্বাভাবিক হলেই শরণার্থীদের ফেরৎ পাঠানাে হবে
অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্তদের সভায় প্রধানমন্ত্রীর ঘােষণা
নয়াদিল্লী, ১৭ জুন (ইউএনআই)- “আমি ওদের ফেরৎ পাঠাবাে, ওদের ফেরৎ পাঠাতে আমি বদ্ধ পরিকর”, আজ প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদকের কাছে
দেশের শরণার্থীদের সম্পর্কে দৃঢ়তার সঙ্গে ঐ মন্তব্যগুলি করেন। তিনি বলেন, যে মুহূর্তে বাঙলাদেশের স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই ওদের ফেরৎ পাঠানাে হবে।
এক ঘণ্টাব্যাপী এই সভায় প্রধানমন্ত্রীকে বাঙলাদেশের শরণার্থীদের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়।
শ্রীমতি গান্ধী শরণার্থী সমস্যাকে “প্রচণ্ড চাপ” আখ্যা দিয়ে বলেন, ভারতের ন্যায় অন্য কোন দেশকেই ইতিপূর্বে এত স্বল্প সময়ের মধ্যে এত চাপ সহ্য করতে হয় নি।
শ্রীমতি গান্ধী বলেন, শরণার্থীদের জন্য ভারতকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। পরিকল্পনা কমিশন এবং অন্যান্য বিভাগগুলি এই বিষয়টি খুঁটিয়ে দেখছেন। তাছাড়া এর সঙ্গে বাইরের সাহায্যের প্রশ্নও জড়িত। অথচ এ পর্যন্ত মাত্র ৩ কোটি ৬০ লক্ষ ডলার সাহায্য এসেছে বলে তিনি জানান।
সূত্র: কালান্তর, ১৮.৬.১৯৭১