You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | ওপার বাঙলার পাশে এপার বাঙলা | কালান্তর - সংগ্রামের নোটবুক

ওপার বাঙলার পাশে এপার বাঙলা

ঐতিহাসিক মে-দিবসে পানিহাটি অঞ্চলের শ্রমিকদের রক্তদানের সিদ্ধান্ত পানিহার্টি, ২৮ এপ্রিল (সংবাদদাতা) বাঙলাদেশের মুক্তি সংগ্রামে সাহায্যকল্পে এআইটিইউসি’র অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি প্রশংসনীয় উদ্যম নিয়েছে।
পানিহাটি অঞ্চলে এআইটিইউসি’র শ্রমিকরা মুক্তি সংগ্রামীদের সহায়তার জন্য ঐতিহাসিক মে দিবসে রক্তদান করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আর্থিক সাহায্যের জন্যও একদিন অতিরিক্ত কাজ করে সেদিনের মজুরিদান করবেন। এই উপলক্ষে সুখচর অঞ্চলের কুমুম ইঞ্জিয়ািরিং কারখানার শ্রমিক কর্মচারীগণ গত ১১ এপ্রিল রবিবার অতিরিক্ত কাজ করে প্রায় দু-হাজার টাকা সংগ্রহ করেছেন। আগরপাড়ার ন্যাশনাল টোব্যাকো কোম্পানীসহ বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারীগণও অর্থ সাহায্যের জন্য অনুরূপ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখযোেগ্য, বাঙলাদেশের মুক্তিযােদ্ধা জামালুদ্দীন এই অঞ্চলে হিন্দওয়ার কারখানার গেটে এক সভায় ওপার বাঙলার পরিস্থিতি নিয়ে বক্তৃতা করেন। ঐ সভা থেকে উক্ত কারখানার শ্রমিক কর্মচারীগণ অতিরিক্ত কাজ করে একদিনের মজুরি দানের সিদ্ধান্ত নেন।
সংবাদে জানা গেল, গত ১৪ এপ্রিল দক্ষিণ, পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়নের বামুণ্ডী শাখা ও রাউরকেল্লা ইস্পাত কর্মচারী ইউনিয়নের যুক্ত উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভা থেকে বাঙলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি সহায়তাদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সহস্রাধিক শ্রমিক ইয়াহিয়ার গণহত্যার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান।
রেলওয়ে মেনস ইউনিয়নের সহ-সম্পাদক শ্রীভিসি চক্রবর্তী কর্তৃক উত্থাপিত অর্থ সংগ্রহ, ওষুধ ও পথ্য সংগ্রহের প্রস্তাব তিনটি বিপুল হর্ষধ্বনির মধ্যে গৃহীত হয়।

সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১