You dont have javascript enabled! Please enable it! 1971.06.06 | শান্তি কমিটি নেতা আবুল কাশেমের খুলনা যশোর সফর - সংগ্রামের নোটবুক

৬ জুন ১৯৭১ঃ শান্তি কমিটি নেতা আবুল কাশেমের খুলনা যশোর সফর

কাউন্সিল মুসলিম লীগ প্রাদেশিক সাধারন সম্পাদক ও শান্তি কমিটি নেতা আবুল কাশেম পাঞ্জাব আওয়ামী লীগ নেতা খাজা মোহাম্মদ সফদর ও লায়েক আহমদ সিদ্দিকিকে নিয়ে খুলনা যশোর সফর করেন। সেখানে তিনি স্থানিয় শান্তি কমিতি নেতা এবং সামরিক বাহিনীর অফিসারদের সাথে আলাপ আলোচনা করেন। তিনি খুলনায় পল্লী ডিফেন্স পার্টির সামরিক প্রশিক্ষন পরিদর্শন করেন। তারা তাদের প্রশিক্ষনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে তারা যশোর গুমন করেন এবং টাউন হল মাঠে এক সমাবেশে ভাষণ দেন। জেলা মুসলিম লীগ সভাপতি শামশুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় খাজা সফদর বক্তৃতা করেন।