You dont have javascript enabled! Please enable it!

৬ জুন ১৯৭১ঃ লন্ডনে জয় প্রকাশ নারায়ন

বিশ্ব সফরের মাঝপথে জয় প্রকাশ নারায়ন লন্ডনে বলেছেন বাংলাদেশ বিষয়ে ভারতের অবিলম্বে একটা ব্যাবস্থা নেয়া উচিত। তিনি বলেন ভারতের বিরুদ্ধে অপ প্রচার হচ্ছে এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রথম ধাপেই ভারতের উচিত হবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। চীনের হুমকি ভারতকে দ্বিধায় ফেলেছে। মনে রাখা উচিত চীন কখনও ভারত আক্রমন করবে না। এর কারন একটাই দুর্গম যোগাযোগ ব্যাবস্থা আর কঠিন সরবরাহ পথ। তিনি লন্ডন সফর শেষে ওয়াশিংটন রওয়ানা হবেন। লন্ডনেও তিনি কোন সিনিয়র মন্ত্রীর সাথে দেখা না করতে পারলেও কয়েকজন জুনিয়র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন হেলসিঙ্কি সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি বিরোধী নেতা হেরলড উইলসন ও হিলির সাথে বাংলাদেশ বিষয়ে আলাপ করেছেন। তিনি বলেন শেখ মুজিব ঐক্যবদ্ধ পাকিস্তানের পথে কোনদিনও হাঁটবে না।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!