৬ জুন ১৯৭১ঃ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আটক সকল গণপ্রতিনিধির অবিলম্বে মুক্তিদান, বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানি সেনা প্রত্যাহার,স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি, বিগত আড়াই মাসে হানাদার বাহিনী বাংলাদেশের যে ক্ষতি করেছে, একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তা নির্ণয় করে লুন্ঠিত সম্পদ ফেরত ও পূর্ণ ক্ষতিপূরণের মাধ্যমেই কেবল রাজনৈতিক সমাধান আসতে পারে। তিনি বলেন পাকিস্তান নামক রাষ্ট্র বাংলাদেশের কাছে অস্তিত্বহীন বিস্মৃত এক ইতিহাস মাত্র। বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রাম আজ আর কোন দলের একক সং রাম নয় সর্বস্তরের জনতার মিলিত ঐক্যবদ্ধ এক লক্ষ্য মুখী সংরাম। তিনি বলেন জয় আমাদের সুনিশ্চিত কারন ন্যায় ও সত্য আমাদের পথ প্রদর্শক। তিনি বলেন আরব বিশ্ব সহ ইউরোপে আমাদের মিশন যাচ্ছে জনমত সংগঠিত করার জন্য। সৈয়দ নজরুল ইসলাম তাঁর ভাষণে প্রতিবেশী ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙালিদের সাহায্য করায় ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইয়াহিয়ার হানাদার বর্বর সৈনিকদের নির্মম অত্যাচারে অসংখ্য মানুষ দেশত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্রে চলে যেতে বাধ্য হয়েছে। শত্রুকে পরাজিত করার পর মুক্ত স্বদেশে আমরা আবার তাদের আপন ভিটামাটিতে প্রতিষ্ঠিত করবোই। মুক্তিযোদ্ধাদের বীরত্বের প্রশংসা করে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনীর বীর সৈনিকরা যে অসীম অটল মনোবলের পরিচয় দিয়েছেন সেজন্য আজ বাঙালি জাতি গর্বিত। মুক্তিযোদ্ধারা দেশমাতৃকার বীর সন্তান। মুক্তিযুদ্ধে যে সব বীর যোদ্ধা শহীদ ও পঙ্গু হয়েছেন তাঁদের পরিবারবর্গের পুরো দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করছেন।