You dont have javascript enabled! Please enable it! 1971.06.06 | সামরিক কর্মকাণ্ড বিষয়ক নীতিমালা প্রকাশ - সংগ্রামের নোটবুক

৬ জুন ১৯৭১ঃ সামরিক কর্মকাণ্ড বিষয়ক নীতিমালা প্রকাশ

মুজিব নগর সরকার সামরিক কর্মকাণ্ড বিষয়ক নীতিমালা প্রকাশ করে। এর আগে সামরিক প্রশিক্ষন, রিক্রুট, অস্র সংগ্রহ, যুদ্ধ সকল কার্যক্রম স্ব স্ব সেক্টরের নিজস্ব নীতিমালার উপর চলে আসছিল। নীতিমালা অনুযায়ী বলা হয় আগামী ৬ মাসে ১ লাখ বেজ ওয়ার্কার এর প্রশিক্ষন দেয়া হবে। সশস্র বাহিনীর জন্য ৩৬০০০ রিক্রুট করা হবে। প্রতি মাসে রিক্রুট লক্ষ্য মাত্রা ২৪০০০। প্রশিক্ষন হবে এক মাসের। প্রথম ১৫ দিন হবে মোটিভেশনাল। তার পরের ১৫ দিনের প্রশিক্ষন হবে বেজ ওয়ার্কারের তারপর সেখান থেকে আর্মি রিক্রুট করা হবে। প্রতি ৫০০ জনের প্রশিক্ষন বাজেট ধরা হয়েছে ১২৫০০০ এবং অ আনুষ্ঠানিক ভাবে এ অর্থ ভারতীয় সামরিক কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। দু ধরনের ক্যাম্প স্থাপন করা হবে ১) অভ্যর্থনা কেন্দ্র যার ১৬ টি ইতিমধ্যে ত্রিপুরায় স্থাপিত হয়েছে। যুব শিবির যার ১০ টি ইতিমধ্যে ত্রিপুরায় স্থাপন করা হয়েছে। এগুলির প্রত্যেকটিতে ১০০০ জন করে থাকবে। প্রশিক্ষনের মোট বাজেট ধরা হয় এক কোটি ২৫ লক্ষ টাকা।