You dont have javascript enabled! Please enable it!

৫ জুন ১৯৭১ঃ টেলিভিশন সাক্ষাৎকারে সোহরাওয়ার্দী-কন্যা বেগম আখতার সোলায়মান

সোহরাওয়ার্দী-কন্যা বেগম আখতার সোলায়মান পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রে এক সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগের অধিকাংশ পরিষদ সদস্যরাই আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনার কথা জানতেন না ।‘ তিনি বলেন, ‘আমরা জানি জনগণ নির্বাচনের সময় অধিকতর শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যেই আওয়ামী লীগকে ভোট দিয়েছিলো। তখন তাদের বুঝানো হয়েছিল ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্নই ৬ দফা। ছয়-দফার ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ছয়-দফা হচ্ছে অধিকতর স্বায়ত্তশাসনের দাবি মাত্র। এ থেকেই আমার বিশ্বাস জন্মেছে যে, জাতীয় ও প্রাদেশিক পরিষদের অধিকাংশ সদস্য এক ও অখন্ড পাকিস্তানে বিশ্বাসী ছিল এবং আছে। তিনি বলেন ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তরে খুবই উদগ্রীব। তিনি বলেন বাস্তত্যাগীদের ব্যাপারে ইয়াহিয়ার প্রস্তাব অত্যন্ত আশাবেঞ্জক। তিনি আরও বলেন বাস্তত্যাগীদের সংখ্যার ব্যাপারে ভারতীয় প্রচারনা অতিরঞ্জিত। উল্লেখ্য বিশেষ মিশনে বেগম আখতার ১ মাসের বেশী সময় ধরে পূর্ব পাকিস্তানে অবস্থান করিতেছেন। এই সময়ে তিনি টিক্কা খান, নুরুল আমিন খান ও তার পিতার বন্ধুদের সাথে দেখা করেন।
নোটঃ তার পিতার বন্ধুরা হল আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, জহির উদ্দিন প্রমুখ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!