You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্যে এদিন ৪৪ জন ইপিসিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের সামরিক আদালতে তলব করা হয়। ৩৩ জনকে নাখালপাড়া উপসামরিক আইন পরিচালকের দপ্তরে ৮ সেপ্টেম্বর বাকি ১১ জনকে ৯ সেপ্টেম্বর হাজির হইতে বলা হয়। ইপিসিএস অফিসাররা হলেন আলতাফ হোসেন খান, জীতেন্দ্র লাল চক্রবর্তী, আলতাফ হোসেন, একিউএম কামরুল হুদা, আব্দুল মতিন সরকার, হেলাল উদ্দিন খান, আব্দুল লতিফ, আব্দুল হালিম, জিয়াউদ্দিন আহমদ, ক্ষিতীশ চন্দ্র কুণ্ড, কাজী লুৎফর হক, মাখন চন্দ্র মাঝি, মোঃ মিজানুর রহমান, আব্দুল কাদের মুন্সী, দ্বিজেন্দ্রনাথ বেপারী, মানিকলাল সমাদ্দার, আফতাব উদ্দিন, কৃষানন্দ মোহন দাস, অমিয়াংশু সেন, মোঃ ইসহাক, মোঃ আব্দুল আলী, একেএম রুহুল আমীন, ইয়াকুব শরীফ, চিত্তরঞ্জন চাকমা, প্রিয়দা রঞ্জন দাস, জ্ঞান রঞ্জন সাহা, অমরেন্দ্র মজুমদার, গোলাম আকবর, বিবেকান্দ মজুমদার, দীপক কুমার সাহা, অনিলচন্দ্র সিংহ, সুবীর কুমার ভট্টাচার্য, আব্দুল লতিফ ভুঞা, এ,এইচএম, আব্দুল হাই, মোঃ আমানত উল্লাহ, রিয়াজুর রহমান, এ,এফ,এম, রমিজ উদ্দিন, জ্যোতি বিনোদ দাস, আজিজুর রহমান, বিভুতিভূষণ বিশ্বাস, জিতেন্দ্র লাল।