আইয়ুব খানের আমলে পাক-মার্কিন সামরিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের সমরনীতি পরিচালনার দায়িত্ব অর্পিত ছিল মার্কিন সমর বিভাগের হাতে।
যে সংস্থার মাধ্যমে পেন্টাগন পাকিস্তানের সমরনীতির ওপর খবরদারি করতাে, সেটার নাম ছিলো মিলিটারি অ্যাসিসট্যান্স অ্যাডভাইজারি গ্রুপ (Military Assistance Advisory Group) সংক্ষেপে ‘ম্যাগ’।
রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতরই ছিল ম্যাগ-এর দফতর।
আর ম্যাগের পরিচালনায় ছিলেন মার্কিন সেনাবাহিনী কর্মকর্তারা।
Reference:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআইএ – মাসুদুল হক
সংগ্রামের নোটবুক