You dont have javascript enabled! Please enable it! 1971.08.30 | ইন্দোনেশিয়ান অবজারভার | জাকার্তা, ৩০ আগস্ট ১৯৭১ | সম্পাদকীয় - অকল্পনীয় বিপর্যয় - সংগ্রামের নোটবুক

ইন্দোনেশিয়ান অবজারভার | জাকার্তা, ৩০ আগস্ট ১৯৭১ | সম্পাদকীয় – অকল্পনীয় বিপর্যয়

পূর্ব পাকিস্তানের ঘটনা ব্যাপক প্রেস কভারেজ পাবার কারণ হচ্ছে পুর্ব পাকিস্তানের বিয়োগান্তক পরিস্থিতি এবং ভারতে অবিরাম উদ্বাস্তুদের প্রবেশ।

সিনেটর এডওয়ার্ড কেনেডি উদ্বাস্তুদের মার্কিন সিনেট জুডিশিয়ারি সাব-কমিটির চেয়ারম্যান হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরে সফর করেছেন। তিনি বলেন যে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পাঁচ মাস ব্যাপী দ্বন্দ্বের কারণে ৫ লক্ষ বাঙালি ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

শরণার্থী সেন্টার সফরের পর কেনেডি বলেন, এমন দৃশ্য আধুনিক সময়ের যেকোন দুর্বিপাকের চাইতে আতঙ্কজনক হিসাবে বর্ণনা করা যেতে পারে।
ইয়াহিয়া সরকার মিলিটারি কায়দায় রাজনৈতিক সমস্যার সমাধান করতে চাচ্ছেন। আইয়ুব খানের থেকেই শুধু পূর্ব পাকিস্তান নয় সম্পূর্ন দেশেই এই পলিসি নিচ্ছেন।

পূর্বসুরিদের থেকে ইয়াহিয়া খানের শাসনের পার্থক্য হল তিনি তার সম্পুর্ন সেনাবাহিনী লক্ষ লক্ষ নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে নিয়োগ করেছেন, নিরর্থক রক্তপাত আর নির্যাতনের মাধ্যমে তাদের ভারতে ঠেলে দিচ্ছেন।