You dont have javascript enabled! Please enable it! শহীদ আসাদ আছে। বাকিরা কোথায়? - সংগ্রামের নোটবুক

শহীদ আসাদ আছে। বাকিরা কোথায়?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::
২০ জানুয়ারি নিহত আসাদুজ্জামান ছিলেন প্রদেশে উনসত্তরের আন্দোলনের প্রথম শহীদ। তিনি মৃত্যুর পর তারকাখ্যাতি পান। ২৪ জানুয়ারি ঢাকায় গণঅভুথানে ৬ জন অপ্রাপ্তবয়স্ক বালক ও কিশাের নিহত হয়েছিল। এদের মধ্যে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর ছাড়া আর কেউ গণমাধ্যমে প্রচার পায়নি। ১৫ ফেব্রুয়ারি নিহত হন সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা। পেশাগত কারণেই তাদের প্রচারে ঘাটতি ছিল না। অন্যরা শহীদের তালিকায় অপাঙক্তেয় থেকে যান। আসাদের মৃত্যু এ দেশের মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আন্দোলন তাতে বেগবান হয়েছিল সন্দেহ নেই। আসাদের রক্তমাখা শার্ট নিয়ে রাজপথে মিছিল হয়েছিল।
ছবি – গুলিবিদ্ধ হবার পর নবকুমার ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর।

 

ছবি – হাসপাতালে আসাদ ১৯৬৯