পাকিস্তানের কারাগারে নিরাপত্তা বন্দীদের শোচনীয় অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু
৩০ এপ্রিল ১৯৫২ ঢাকা
প্রথমে ভাষণের অডিও ও পরে টেক্সট দেয়া হল।
কণ্ঠ দিয়েছেন – Tahia Tabassum Trena
এসম্পর্কে যত কম বলা যায় ততোই ভালো। যে সমস্ত নিরাপত্তা বন্দী বছরের পর বছর ধরিয়া বিনা বিচারে জেলে পচিতেছেন, বৃটিশ আমলে যে সুবিধা দেওয়া হইত, তাহাও তাঁহারা পান না। এই সমস্ত বন্দীর অধিকাংশই আসিয়াছেন মধ্যবিত্ত পরিবার হইতে; কোনও রকম ভাতার ব্যবস্থা না থাকায় ইহাদের উপরে নির্ভরশীল ব্যক্তিদের অবস্থা যে কতখানি শোচনীয় হইয়া দাঁড়াইয়াছে, সহজেই অনুমান করা চলে।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভাসানী জনসাধারণের সেবাতেই তাঁহার জীবন উৎসর্গ করিয়াছিলেন। জনসাধারণের স্বার্থেই তিনি দুঃখ লাঞ্ছনা বরণ করিয়া লইয়াছেন। ৬৭ বৎসর বয়স্ক এই বৃদ্ধ এক্ষণে পাকিস্তানের কারাগারে দিনযাপন করিতেছেন; তাহার স্বাস্থ্যের অবস্থা অতীব শোচনীয়। ইহাপেক্ষা দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হইতে পারেনা।
পাকিস্তানের সর্বত্রই বিরোধী দলসমূহ, অর্থাৎ আওয়ামী লীগ, যুব লীগ ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের বিশিষ্ট কর্মী ও নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হইয়াছে। এ ব্যাপারে মুসলিম লীগ সরকারের উদ্যেশ্য খুবই সুস্পষ্ট। আগামী সাধারণ নির্বাচনের উপরে লক্ষ্য রাখিয়াই তাঁহারা এ কাজ করিয়াছেন।
ভাষা আন্দোলনে যাহারা শহীদ হইয়াছেন এবং অন্যান্য যাহারা অত্যাচারিত ও কারারুদ্ধ হইয়াছে, তাহাদের ত্যাগস্বীকার বৃথা যাইবে না। মুসলিম লীগ ও মুসলিম লীগ সরকার যতোই না কেন চক্রান্ত করুন, বাংলাকে আমরা অন্যতম রাষ্ট্রভাষা করবোই।
আওয়ামীলীগের নীতি অহিংস, পন্থা শাসনতন্ত্রসম্মত। প্রথমাবধিই এই প্রতিষ্ঠান শাসনতন্ত্রসম্মত উপায়ে এবং সুনির্দিস্ট কর্মপন্থার ভিত্তিতে জনসাধারণের দুর্দশা দূর করিবার জন্য সংগ্রাম করিয়া আসিতেছে। কিন্তু নিতান্তই দুর্ভাগ্যের বিষয় এই যে, ক্ষমতার আসনে অধিষ্ঠিত মুসলিম লীগ দল দেশ শাসনের ব্যাপারে তাহাদের ত্রুটিবিচ্যুতির সামান্যতম সমালোচনা সহ্য করতেও প্রস্তুত নহেন। বিরোধী দলসমূহের নেতা ও কর্মীদিগকে তাঁহারা সামান্য অছিলাতেই নিরাপত্তা আইন অনুসারে কারারুদ্ধ করিয়া থাকেন। এদেশে গণতান্ত্রিক আদর্শের সুস্থ বিকাশের পথে ইহা প্রতিবন্ধক স্বরূপ।
মুসলিম লীগ গত পাঁচ বৎসরে যে ব্যার্থতার পরিচয় দিয়াছে, স্পষ্টতই বুঝা যায় যে, “ইসলাম ও পাকিস্তান বিপন্ন”, এই ধুয়া তুলিয়া সেই ব্যার্থতার বোঝাকে তাহারা লোকচক্ষুর অন্তরাল করিতে চাহে। সরকারকে আমি আশ্বাস দিতেছি যে, পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ত্ব যদি কখনো বিপদাপন্ন হয়, তবে সেই আপদকালে আওয়ামী লীগ বর্তমান সরকারকে শুধু নৈতিক সমর্থন জানাইবে তাহাই নয়, আক্রমণকারীকে প্রতিহত করিবার জন্য সরকারের প্রতি সক্রিয় সহযোগিতার হস্তও প্রসারিত করিয়া দিবে।
Reference:
বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র, সংগ্রামের নোটবুক
আনন্দবাজার পত্রিকা ৩০ এপ্রিল ১৯৫২
(Also Published in English on Hindustan Standard, 30.04.52)
Hasina, S. (2018) Secret Document of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol – II, p 171-172, Sheikh Hasina, Hakkani Publishers