পাকিস্তান শিপিং কোম্পানি অফিস সংলগ্ন বিদ্যুৎ সাব-স্টেশনে অপারেশন
নির্দিষ্ট দিনে অপারেশন গ্রুপ ট্যাক্সিতে করে মােগলটুলির গােপন আস্তানা হতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এ দলে ছিলেন মুক্তিযােদ্ধা ফয়জুর রহমান, গরিবুল্লাহ, মাে. শফি, তােফাজ্জল হােসেন প্রমুখ। অপারেশনকালীন ব্যবহারের জন্য জুতার প্যাকেটে করে বিস্ফোরক বহন করা হয়; যাতে পথিমধ্যে তল্লাশি করা হলেও কোনাে অস্বাভাবিকতা পরিলক্ষিত না হয়। বিদ্যুৎ সাব-স্টেশনের পাশে এসে তারা দেখতে পান, এক দল পাকিস্তানি সৈন্য আশপাশের এলাকায় টহল দিচ্ছে। মূলত সভাকে কেন্দ্র করেই বিদ্যুৎ সাব-স্টেশনের আশপাশে সৈন্য মােতায়েন করা হয়েছিল। রেকি করার সময় তা না জানায় পরিকল্পনাকালীন এ বিষয়ে ভাবা হয় নি। তাই এ অবস্থার জন্য তাঁরা মােটেও প্রস্তুত ছিলেন না। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মুক্তিযােদ্ধারা অপারেশন না করে ফেরত যাবেন না এ সংকল্পে উজ্জীবিত। একপর্যায়ে টহলরত সৈন্যদের চোখ ফাকি দিয়ে তারা বিদ্যুৎ সাবস্টেশনে প্রবেশ করেন। অতি দ্রুত ও নিঃশব্দে তাঁরা সাব-স্টেশনে ১জন বাঙালি এবং ১জন পাকিস্তানি গাউকে আটক করে গার্ড রুমে আবদ্ধ করে রাখেন। যাতে কোনাে শব্দ কিংবা চিৎকার করতে না পারে, সে জন্য ২জন গেরিলা তাদের প্রহরায় নিয়ােজিত থাকেন। দলের অবশিষ্ট সদস্যরা দক্ষতার সাথে দ্রুত সাব-স্টেশনে বিস্ফোরক স্থাপন করেন। বিস্ফোরক স্থাপনের পর কর্ডে আগুন দিয়ে অপারেশন দল স্থান ত্যাগ করে মগপাড়াস্থ গােপন আস্তানায় চলে যান। যথাসময়ে বিস্ফোরণ। ঘটে।প্রতিক্রিয়া
সাব-স্টেশনে বিস্ফোরণের ফলে শিপিং করপােরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে এদিক-ওদিক ছােটাছুটি করতে থাকে। এতে শিপিং করপােরেশনের অফিসে নৌবাণিজ্য সংক্রান্ত সভা পণ্ড হয়ে যায়। বিদ্যুৎ সাব-স্টেশনের ভবনের কাচ ভেঙে টুকরাে টুকরাে হয়ে যায়। জাপানি প্রতিনিধিদল পাকিস্তানের যুদ্ধাবস্থার চিত্র এবং মুক্তিযােদ্ধাদের সাহসী তৎপরতা উপলব্ধি করেন।
বিশ্লেষণ
পরিকল্পনায় বিদ্যুৎ সাব-স্টেশনের কাছে সভাকালীন পাকিস্তানি সৈন্যের টহল মােকাবিলার নির্দেশনা না থাকা সত্ত্বেও মুক্তিযােদ্ধারা তাতে হতােদ্যম হন নি। এতে তাদের দৃঢ় মনােবল ও উদ্দেশ্য সাধনে স্থিরসংকল্পের পরিচয় পাওয়া যায়। এজন্যই তারা আকস্মিক উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও লক্ষ্য অর্জনে সফল হয়েছিলেন। তা ছাড়া এ রকম গুরুত্বপূর্ণ একটি সভা পণ্ড করে বিশ্ববাসীর কাছেও এ দেশের যুদ্ধচিত্র তুলে ধরতে সক্ষম হন।
তথ্যসূত্র: সাক্ষাৎকার: মুক্তিযােদ্ধা গরিবুল্লাহ। (পাকিস্তান শিপিং কোম্পানি অফিস সংলগ্ন বিদ্যুৎ সাব-স্টেশনে অপারেশনের নকশাটি ১১৩৮ পাতায়)
সূত্রঃ মুক্তিযুদ্ধে সামরিক অভিযান – প্রথম খন্ড