You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৬ই মার্চ ১৯৬৯
গোলটেবিল প্রশ্নে পার্টি কর্তৃক শেখ মুজিবকে সকল ক্ষমতা দান

ঢাকা, ৫ই মার্চ (এপিপি)।— ছয়দফা ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১-দফার ভিত্তিতে তথা ছাত্র, শ্রমিক, কৃষক, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ সাধারণভাবে সর্বশ্রেণীর জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইয়া শাসনতান্ত্রিক ব্যবস্থা কায়েমের উদ্দেশ্যে গোলটেবিল বৈঠকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ অদ্য পার্টির নেতা শেখ মুজিবর রহমানকে ক্ষমতাদান করিয়াছেন। অদ্য এখানে অনুষ্ঠিত পার্টির কার্যকরী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চারঘণ্টাকাল স্থায়ী এই বৈঠকে শেখ মুজিবর রহমান সভাপতিত্ব করেন। সভায় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নিহত সংগ্রামী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়া একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ইহাছাড়া ডঃ জোহার ও সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু সম্পর্কে উক্ত ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত অনুষ্ঠানের দাবী জানান হয়। বৈঠকে সিণ্ডিকেট কর্তৃক উচ্চ মর্যাদা ও চারিত্রিক গুণাবলীসম্পন্ন বুদ্ধিজীবীদের একটি প্যানেল প্রণয়নের মাধ্যমে তথা হইতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সুপারিশ জানান হয়। ইহা ছাড়া সিণ্ডিকেটের সুপারিশক্রমে বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক চার বৎসরের জন্য ভাইস চ্যান্সেলর মনোনয়নের প্রস্তাবও সভায় করা হয়।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!