You dont have javascript enabled! Please enable it!

পূর্ববঙ্গ সমস্যার রাজনৈতিক সমাধান হলেই শরণার্থীরা স্বদেশে ফিরতে পারেন
পশ্চিম জার্মান পার্লামেন্ট সদস্যদ্বয়ের বিবৃতি

বন, ১০ ভারতে বাঙলাদেশ থেকে আগত শরণার্থী পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখাননে ফিরে এসে গতকাল পশ্চিম জার্মান পার্লামেন্টের সদস্যদ্বয় শ্রী আর মেইনেজকে এবং প্রিন্স বােথাে বলেছেন, শরণার্থীদের পূর্ববঙ্গে ফিরে যাবার আবশ্যিক পূর্বশর্ত হল পূর্ববঙ্গ সমস্যা রাজনৈতিক সমাধান। যতদিন সেখানে বর্তমান পরিস্থিতি বজায় থাকবে ততদিন শরণার্থীরা পূর্ববঙ্গে ফিরে যাবে না।
ইউএনআই জানাচ্ছে শাসক ও বিরােধী দলের এই দুই প্রতিনিধি বলেছেন, যতদিন পর্যন্ত বাঙলাদেশে গুলি বর্ষণ হতে থাকবে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলও স্থিতিশীল হবার আশা নেই।
তারা বলেছেন, ভারতে আসা শরণার্থীদের ত্রাণ কার্যের জন্য ভারতে বেশী সাহায্য পাঠানাে দরকার।
‘ভয়েস অব আমেরিকার এক সংবাদে বলা হয়েছে, গতকাল প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ শরণার্থী কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান বাঙলাদেশ শরণার্থী সমস্যাকে এক অপরিসীম সমস্যা বলে অভিহিত করে বলেছেন, নগদে ও জিনিষপত্রে এ পর্যন্ত প্রায় ১৬ কোটি ডলার সংগৃহীত হয়েছে। কিন্তু আগামী মাস ছয়েকের জন্যই আরও এই পরিমাণ অর্থ ও সামগ্রী সংগ্রহ করা চাই।।

সূত্র: কালান্তর, ১১.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!