৪ জুন ১৯৭১ঃ পলাতক সেনা ও পুলিশদের প্রতি নির্দেশ
সরকারীভাবে বলা হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইস্ট পাকিস্তান পুলিশের যে সকল সদস্যরা পরিস্থিতির চাপে পরে চরমপন্থীদের সাথে যোগ দিয়েছে তাদের অবিলম্বে স্ব স্ব ইউনিটে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণের পর তাদের বিষয় সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। তারা তাদের পরিবার পরিজনের সাথেও মিলিত হতে পারবেন।