৪ জুন ১৯৭১ঃ সংসদে জগজীবন রাম ও উমা শঙ্কর দীক্ষিত
লোকসভায় জগজীবন রাম বলেছেন কেন্দ্রীয় সরকার শরণার্থী শিবির গুলোর দায়িত্ব নিতে যাচ্ছে। তিনি পশ্চিম বঙ্গের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন শেষে কলকাতায় এ কথা বলেন। পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার আমন্ত্রনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাল পশ্চিম বঙ্গ সফরে আসার কথা। লোকসভায় কয়েকজন সদস্য এর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উমা শঙ্কর দীক্ষিত বলেছেন কেন্দ্রীয় সরকার শরণার্থীদের চিকিৎসায় কোন কার্পণ্য করবে না। তিনি বলেন শরণার্থী প্রবাহের সাথে তাদের প্রয়োজনীয় জিনিষ সরবরাহে সরকার হিমশিম খাচ্ছে।