You dont have javascript enabled! Please enable it!

০৪ জুন ১৯৭১ঃ জাতিসংঘ সহকারী মহাসচিব ইসমত কিত্তানি ও ইয়াহিয়া বৈঠক

জাতিসংঘের মহাসচিব উথান্টের বিশেষ দূত ও সহকারী মহাসচিব (জরুরী বিষয়াবলী) ইসমত কিত্তানি (ইরাকী) রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। জাতিসংঘ বলেছে তারা পাকিস্তান সরকারের সাথে পূর্ব পাকিস্তানে রিলিফ সহায়তা কর্মসূচী চালু করতে সম্মত হয়েছে। ইসমত কিত্তানি ইয়াহিয়ার সাথে বৈঠক করার পর এ ঘোষণা দেয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় সকল রিলিফ কর্মসূচী পাকিস্তানী প্রশাসন দ্বারা বণ্টন করা হবে। মিশরের বাঘাত আল তাউইল জাতিসংঘের এ কর্মসূচী সমন্বয় করবেন। বাঘাত আল তাউইল সোমবার ঢাকায় কিত্তানির সাথে সাক্ষাৎ করবেন। সরকারের আমন্ত্রনে জাতিসংঘ কৃষি সংস্থার পরিবহন বিভাগ প্রধান জোসেফ রায়ান এখন ঢাকায় আছেন। তিনি বন্দরের সুযোগ সুবিধা গুলো যাচাই করছেন। জাতিসংঘের প্রস্তাবিত ৩২০০০০ টন খাদ্য শস্য পরিবহন ব্যাবস্থা পরিকল্পনা চূড়ান্ত করছেন তিনি। পাকিস্তান ২৫০০০০ টন খাদ্য শস্য ১০০০০০ টন ভোজ্য তেল ৩০ টি কার্গো শিপ ৫০০ ট্রাক চেয়ে আবেদন করেছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!