৫ এপ্রিল ‘রােশেনারা দিবস উপলক্ষ্যে মহিলা বিক্ষোভ মিছিল
ভারতীয় মহিলা ফেডারেশনের পশ্চিমবঙ্গ কমিটির উদ্যোগ
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৩ এপ্রিল ঢাকা মহিলা কলেজের যে ছাত্রীটি বুকে ‘মাইন’ বেঁধে পাকিস্তানী ট্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে স্বাধিকার ও গণতন্ত্র রক্ষার আত্মবলিদানের জলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই রােশনারা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনাৰ্থে ভারতীয় মহিলা ফেডারেশনে পশ্চিমবঙ্গ কমিটি আগামী মােমবার ৫ এপ্রিল ‘রােশেনারা দিবস পালনের আহবান জানিয়েছে।
ঐ দিন রাজ্যের সমগ্র মহিলা সংগঠন, ছাত্রী, শিক্ষিকা সহ সকল নারী সাধারণকে বেলা ৩ টায় শহীদ মিনার ময়দানে দলে দলে সমবেত হওয়ার ডাক দেওয়া হয়েছে। ঐখান থেকে পাকিস্তান হাই কমিশন এবং ব্রহ্মদেশের কল্পলেট দপ্তরের সামনে মহিলা বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়া হবে। এই মিছিলে যােগদানের জন্য বিশেষ ভাবে ছাত্রী সমাজের কাছে আবেদন করা হয়েছে।
ঐ একই দিনে বাঙলাদেশের প্রতি পশ্চিমবঙ্গের নারী সমাজের সংহতি প্রকাশের জন্য পল্লীতে পল্লীতে শিক্ষায়তন সমূহে ও সর্বত্র সভা আয়ােজন করা এবং সপ্তাহ ব্যাপী অর্থ সংগ্রহ অভিযানের সূচনা করার জন্য নারী সমাজের কাছে অনুরােধ করা হয়েছে।
সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১