৩ জুন ১৯৭১ঃ দালাল আবুল কালাম মঞ্জুর মোরশেদ
(নোটঃ নিশ্চিত নই যে উনি ডঃ আবুল কালাম মঞ্জুর মোরশেদ, সন্মানিত অধ্যাপক, ঢাবি)
পাক বুদ্ধিজীবী দালাল। যিনি পাক সরকারের আর্থিক সুবিধার বিনিময়ে সারা বিশ্ব বিশেষত মধ্যপ্রাচ্যএ পত্রিকায় লেখালিখি ও মন্তব্য করে প্রমান করার চেষ্টা করতেন
১) শেখ মুজিব / আওয়ামী লীগ হিন্দু বান্ধব দল, ভারতের দালাল, এরা প্রায় অমুসলিম।
২) আগরতলা মামলা সত্যি ছিল তাই উচিত ছিল তখনি শেখ মুজিবের বিচার করে উপযুক্ত শাস্তি দেয়া। মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া সঠিক হয়নি।
৩) প্রচণ্ড হিন্দু বিদ্বেষী। তার লেখার উপর স্বাভাবিক ভাবেই মুসলমানদের হিন্দুদের উপর আক্রোশ বেড়ে যায়।
৪) শেখ মুজিবের বাঙালী জাতীয়তাবাদ এর প্রতি ঘৃণা প্রকাশ এবং পাকিস্তানী জাতীয়তাবাদের বিকাশে নিজেকে সোপর্দ করা।
৫) ভারতের জনসংঘের ১ মার্চ ১৯৬৫ সালের রাজনৈতিক কর্মসূচীর প্রভাব শেখ মুজিবের ৬ দফা।