৩ জুন ১৯৭১ঃ এডওয়ার্ড কেনেডি
সিনেটর এডওয়ার্ড কেনেডি বাংলাদেশ থেকে ভারতে আগত শরণার্থীদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘকে আবারো আহবান জানিয়েছেন। পাক বাহিনীর বর্বরতার মুখে যারা পালিয়ে এসেছেন মানবতার স্বার্থে তাদের ত্রান কাজে তাদের সাহায্য করার জন্য ভারতের পাশাপাশি সকল দেশের এগিয়ে আসা উচিত। তিনি বলেন এ অঞ্চলটি ধ্বংস হয়ে যাচ্ছে আর সমগ্র বিশ্ব চুপ করে আছে এবং বিচার বিবেচনার নামে জাতিসংঘ সময় ক্ষেপণ করছে। পূর্ব পাকিস্তানের অবস্থা স্বাভাবিক পাকিস্তান সরকারের এমন দাবীকে তিনি প্রত্যাখ্যান করেন।