২ জুন ১৯৭১ঃ সিদ্দিক বাজার শান্তি কমিটির সভায় খয়ের উদ্দিন
কেন্দ্রীয় শান্তি কমিটি আহ্বায়ক খাজা খয়ের উদ্দিন ঢাকায় সিদ্দিক বাজার কমুনিটি সেন্টারে সিদ্দিক বাজার শান্তি কমিটির এক সভায় বলেছেন ভারত কখনই পাকিস্তানকে স্বীকার করে নেয়নি তাই ভারত সব সময় পাকিস্তানে গোলযোগ সৃষ্টির চেষ্টা করে আসছে। অতীতে ভারত অনেকবার মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে। ভাষা আন্দোলনের মাধ্যমে তা শুরু হয়। বর্তমানের বাঙ্গালী জাতীয়তাবাদের ধুঁয়া। তিনি বলেন পূর্ব পাকিস্তানের জনগন সব সময়েই পাকিস্তানের ঐক্য ও সংহতির পক্ষে থাকায় ভারতের হীন উদ্দেশ্য তারা বারবার ব্যার্থ করে দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শান্তি কমিটি সদস্য আব্দুল মতিন। সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শান্তি কমিটি সদস্য আবুল কাসেম, মেজর আফসার উদ্দিন আহমেদ,কেন্দ্রীয় শান্তি কমিটি সদস্য সেরাজ উদ্দিন ও সিদ্দিক বাজার কমিটির আহ্বায়ক আইউব আলী।