২ জুন ১৯৭১ঃ লন্ডনে জয়প্রকাশ নারায়ন
ভারতের জনপ্রিয় রাজনীতিবিদ জয় প্রকাশ নারায়ন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দুত হিসেবে লন্ডন পৌঁছেন। তিনি বিচারপতি আবু সাইদ চৌধুরীকে নিয়ে একশন এইডের পল কনেট, মেরিয়েটা কনেট এর সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের উদ্দেশে বলেন বাংলাদেশ চিরস্থায়ী হবে এবং বাংলাদেশের নেতৃবৃন্দ ইয়াহিয়া খান বা বাংলাদেশে হত্যাযজ্ঞে নেতৃত্ব দানকারী কারো সাথে বাক্য বিনিময় বা করমর্দন করতে পারেন না। তার এ সভায় আরও তিন ব্রিটিশ এমপি জন স্টোন হাউজ, পিটার শোর, মাইকেল বারনেস উপস্থিত থেকে বক্তব্য দেন।