You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন শিক্ষকের বিবৃতি - সংগ্রামের নোটবুক

২ জুন ১৯৭১ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন শিক্ষকের বিবৃতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশপ্রেমিক পাকিস্তানি শিক্ষকরা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাছ থেকে ভদ্র ও ভালো ব্যাবহার পাচ্ছেন। আমরা পাকিস্তানের ঘরোয়া ব্যাপারে ভারতের নগ্ন হস্তক্ষেপের নিন্দা করছি। তারা বলেন ভারতে অহরহ মুস্লিম বিরোধী দাঙ্গা হচ্ছে তারা এখন মুসলমানদের রক্ষার জন্য মায়া কান্না করছে। ভারত শুধু রাষ্ট্র বিরোধী লোকদের অস্র সরবরাহই করেনি তারা আমাদের দেশের ভিতর সশস্র অনুপ্রবেশকারী পাঠিয়েছে। এসকল অনুপ্রবেশকারীরা হাজার হাজার মুসলমান হত্যা করেছে এমনকি তাদের হাত থেকে মেয়ে শিশুরাও রেহাই পায়নি।  আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পেছনে প্রদেশের জনগণের কোনো সমর্থন ছিল না এবং নেই। 
নোটঃ এ বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের নাম প্রকাশ হয়নি।