০২ জুন ১৯৭১ঃ অল-ইন্ডিয়া রেডিওর সাথে সাক্ষাৎকারে তাজউদ্দিন আহমদ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের লক্ষ্য হল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের জনগণ যে কোনো মূল্যে এর স্বাধীন অস্তিত্বকে রক্ষা করবে। তিনি বলেন দেশের ৯৯% মানুষ বাংলাদেশ থেকে পশ্চিম পাক সরকারের অপসারন চাচ্ছে। কেবল মাত্র পাকিস্তানী সৈন্যরা বাংলাদেশ ছেড়ে গেলেই তাদের সাথে আলোচনা হতে পারে অন্যথায় নয় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন বাংলার মানুষ জিতবেই। অল ইন্ডিয়া রেডিও এর সাথে এক সাক্ষাৎকারে তিনি অনুরূপ বক্তব্য রাখেন। এ ছাড়াও তিনি বলেন ২ মাস বয়সী বাংলাদেশ সবার সাথে বিশেষ করে প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। তিনি আরো বলেন, আমরা বিশ্ববাসীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, পাকিস্তানি কাঠামো থেকে আমাদের মাতৃভূমিকে পৃথক করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি। এই কাঠামোর অধীনে আপোষ করার কোন অবকাশ নেই। তিনি বলেন তার সরকার যুক্তরাষ্ট্রকে একটি রাজনৈতিক মীমাংসার জন্য বলেছিল তবে তা এক পাকিস্তানের উপর নয়।