You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | বাংলাদেশের জনগণের দুঃখ-দুর্দশায় পোপ পল এর উদ্বেগ - সংগ্রামের নোটবুক

২ জুন ১৯৭১ঃ বাংলাদেশের জনগণের দুঃখ-দুর্দশায় পোপ পল এর উদ্বেগ

পোপ ষষ্ঠ পল এক সাধারন শ্রোতাদের উদ্দেশে কথা বলার সময় বাংলাদেশের জনগণের দুঃখ-দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেন এবং ভাগ্যহত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে একাত্মতা ঘোষনা করেন। তিনি বলেন এ দেশের মানুষ গত নভেম্বরে এক দফা দুর্যোগের ভিতর দিয়ে অতিক্রান্ত করেছে তার ৩-৪ মাস পর আরেকটি মহাদুর্যোগ অতিক্রম করছে। তিনি বলেন ৭০ সালের ২৬ নভেম্বর ফিলিপাইন যাত্রা পথে তিনি রাতের বেলায় ঢাকায় কিছুক্ষন যাত্রা বিরতি করে তখনকার দুর্যোগের ভয়াবহতা জেনেছিলেন। তিনি বলেন এখন পর্যন্ত ২০-৩০ লাখ লোক শরণার্থী হয়ে ভারতে করুন জীবন যাপন করছে।

নোটঃ এক সময় সিআইএ এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন। ক্ষমতাধর যাজক ছিলেন। ৭০ এর নভেম্বরে ঢাকায় তিনি যে দু ঘণ্টার যাত্রা বিরতি করেছিলেন তাকে অভ্যর্থনা জানাতে ইয়াহিয়া এসেছিলেন। রাত্রে তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ঘূর্ণিদুর্গতদের সাহায্যের জন্য ২০০০ ডলার দিয়েছিলেন। ফিলিপাইন সফরে তাকে হত্যার একটি প্রচেষ্টা নেয়া হয়েছিল। 
ছবিঃ ঢাকায়