You dont have javascript enabled! Please enable it! 1971.06.01 | শরণার্থী শিবিরে বিভিন্ন রোগে ১৪ জনের মৃত্যু - সংগ্রামের নোটবুক

১ জুন ১৯৭১ঃ শরণার্থী শিবিরে বিভিন্ন রোগে ১৪ জনের মৃত্যু

গত কয়েক দিনে কাকরাবন শরণার্থী শিবিরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে রক্ত আমাশয় এবং ডায়েরিয়ায় ৭ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের ৫ জনই শিশু। কাকরাবন শরণার্থী শিবিরের সভাপতি নদিয়া বিহারী নাথ এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন শিবিরে একটি কুয়া নির্মাণ করা হয়েছিল কিন্তু গভীরতা কম হওয়ায় তাতে পর্যাপ্ত পানি আসছে না। এর পর তিনটি নলকুপ বসানো হয় ২-৩ দিন পরে এগুলি বিকল হয়ে যায়। মেলাঘর শরণার্থী শিবিরে ৪ জন শিশু সহ ৬ জন মারা গিয়েছে। ধারনা করা হচ্ছে নিম্নমানের খাবার গ্রহন থেকে বিষক্রিয়ায় তারা মার গেছেন। মেলাঘরে এর মধ্যে ৮ জন বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। প্রতিদিন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে পেটের পীড়ায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।  দক্ষিন ত্রিপুরার হরিনা ক্যাম্পে ডিপথেরিয়া রোগের প্রাদুরভাব দেখা দিয়েছে। এখানে এ রোগে ১৪-১৫ জন করে মারা যাচ্ছে। এখানে ১৪০০ পরিবারের জন্য মাত্র একটি নলকুপ আছে। হরিনা সফর রত বিদেশী সাংবাদিকরা নিজেরাই এক ৫-৬ বছরের শিশুকে চিকিৎসার জন্য আগরতলা নিয়ে এসেছে।