You dont have javascript enabled! Please enable it!
জনসাধারণের আশা-আকাংক্ষা মোতাবেক আওয়ামী লীগ এই ৬ –দফা প্রণযন করিয়াছে। প্রকৃত অর্থে এই ৬-দফা কর্মসূচী আওয়ামী লীগের নয়, এই ৬-দফা পূর্ব্ব পাকিস্তানের বাস্তবায়নের সংগ্রামে যে অত্যাচার নির্যাতন ভোগ করিতে হইবে, সেই অথ্যাচার-নির্যাতনের ভাগী হওয়ার জন্যই আমরা জনতার কাতারে আসিয়া দাঁড়াইয়াছি। জনগণের এই ৬-দফা দাবী আদায়ের সংগ্রামকে জোরদার করার জন্যই দলমত নির্বিশেষে সকলকে আগাইয়া আসিতে হইবে।
একদিন সমগ্র পাক-ভারতের মধ্যে বৃটিশ সরকারের জবরদস্তু শাসন-ব্যবস্থাকে উপক্ষা করিয়া এই চট্রোগ্রামের জালালাবাদ পাহাড়েই বীর চট্টলার বীর সন্তানেরা স্বাধীনতার পতাকা উড্ডীন করিয়াছিলেন। আমিও চাই যে, পূর্ব্ব পাকিস্তানের বঞ্চিত মানুষের ন্যায্য দাবী আদায়ে
সংগ্রামী পতাকাও চট্রগ্রামবাসীরা চট্রগ্রামেই প্রথম উড্ডীন করুন।
 
Reference:
লালদিঘীতে বঙ্গবন্ধুর ভাষণ, ২৫ ফেব্রুয়ারি ১৯৬৬
দৈনিক ইত্তেফাক, ২৬ ফেব্রুয়ারি ১৯৬৬
সাতচল্লিশ থেকে স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, হাসানুর রশীদ, পৃষ্ঠা – ১০৪৬-১০৪৯, প্রকাশকাল আগস্ট ২০১১
বঙ্গবন্ধুর ভাষণসমগ্র, সংগ্রামের নোটবুক
:::::::::::::::
প্রতিদিন ৭২ হাজার পাঠক সংগ্রামের নোটবুক পড়ছেন ও ছড়িয়ে দিচ্ছেন। ইতিহাস যারা মুছে ফেলতে চায় তাদের রুখতে আপনার টাইমলাইনে মুক্তিযুদ্ধকে স্থান দিন। সপ্তাহে অন্তত ১ টি পোস্ট লিখুন অথবা শেয়ার করুন।
#সংগ্রামের_নোটবুক #৬_দফা #6_point_movement #বঙ্গবন্ধুর_ভাষণসমগ্র #লালদিঘীতে_বঙ্গবন্ধু
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!