You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | নিয়াজির কলমে কালি নাই - সংগ্রামের নোটবুক


সম্পূর্ণ বিপরীত অনুভূতি নিয়ে আত্মসমর্পণ মঞ্চে এগিয়ে গেলেন
দুই জেনারেল, অরােরা এবং নিয়াজি।
একজন শিহরিত আনন্দে, অন্যজন মুহ্যমান বিষাদে।
মঞ্চের চারপাশে অগণিত দেশি-বিদেশি সাংবাদিক।
তাদের ক্যামেরাগুলাে আলাে ছড়াচ্ছে বারবার।
মঞ্চের মাঝখানে একটা টেবিল।
টেবিলের পাশে বসলেন দুই জেনারেল।
আত্মসমর্পণের দলিলে সই করতে গিয়ে নিয়াজি বড় বিপাকে পড়ে গেলেন।
তার কম্পিত হাতের কলম থেকে কালি বেরােচ্ছে না।
পাশের একজন নিয়াজির দিকে অন্য একটি কলম এগিয়ে দিলেন।
পরাজিত জেনারেল এবার বহু কষ্টে স্বাক্ষর করলেন।
তার চোখ থেকে নীরব ধারায় অশ্রু গড়াতে লাগল।
আত্মসমর্পণের নিদর্শনস্বরূপ জেনারেল নিয়াজি তার রিভলবার
বের করে অরােরার হাতে তুলে দিলেন।
আত্মসমর্পণের প্রতীক হিসেবে একশাে জন পাকিস্তানি সেনাকর্মকর্তা
এবং একশাে জন জওয়ান তাদের হাতিয়ার মাটিতে রাখল।

Reference:
মুক্তিযুদ্ধের ইতিহাস সত্য অসত্য অর্ধসত্য – বিনয় মিত্র

সংগ্রামের নোটবুক