নিউইয়র্ক টাইমস, ১৬ জুন ১৯৭১
ভয়ংকর দুর্যোগ
– প্যারিস থেকে সি এল লুসবার্গার
ভয়ংকর হত্যাকাণ্ডের জন্য হিরোশিমা আর নাগাসাকির কথা আমরা ভুলিনি। সংখ্যার দিকে প্রায় সমানুপাতিক হ্যাম্বার্গ আর ড্রেসডেনের কথা আরও সহজে ভুলে যাচ্ছি। সেগুলোকে গতানুগতিক ধরেছি আমরা।
তারই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের দুর্যোগ দেখা যেতে পারে। এখানকার দুর্যোগ মানুষের সহানুভূতি মাপক যন্ত্রে পরিমাপযোগ্য নয়। ঠিক কত জন প্রতিদিন নিহত-আহত হচ্ছে, নিখোঁজ হচ্ছে, গৃহহীন হচ্ছে তা কারো পক্ষে গণনা করা সম্ভব নয়।