You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের রিলিফ পাচারের তদন্ত দাবি
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২১ নভেম্বর রাজ্যের বিভিন্ন শরণার্থী শিবিরের শরণার্থীদের জন্য প্রেরিত খাদ্যদ্রব্য ও বস্ত্র প্রভৃতি পাচারের যে সব অভিযােগ পাওয়া যাচ্ছে সে সম্পর্কে এবং ঐ দ্রব্যাদি নিয়ে কালােবাজারীর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আজ অকল্যাণ্ড হাউসে রাজ্য উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের দপ্তরের সামনে রাজ্য সরকারী ত্রাণও পুনর্বাসন (শিবির) কর্মচারী এ্যাসােসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
আগামীকাল এসােসিয়েশন নিয়োেগ পত্র প্রাপ্ত কর্মীদের অবিলম্বে কাজে যােগদান ও শিবির কর্মচারীদের বেতনহার সংক্রান্ত ৬ দফা দাবির ভিত্তিতে রাজভবনের সামনে সে ৮১ দিনের আন্দোলন চালাচ্ছিলেন আগামীকাল ঐ স্থলে এক সমাবেশের মাধ্যমে ঐ আন্দোলনের সমাপ্তি ঘােষণা করবেন। সমাবেশে ভাষণ দেবেন রাজ্য নব কংগ্রেস সভাপতি আবদুস সাত্তার।

সূত্র: কালান্তর, ১.১২.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!