বাঙলাদেশের মুক্তাঞ্চলে দুর্গাপূজা
জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর (ইউ এন আই)-বাঙলাদেশের মুক্তাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ দুর্গাপূজার অনুষ্ঠান করেছেন।
বাঙলাদেশের পশ্চিমাঞ্চলের মুক্তিবাহিনী অধিকৃত একটি অঞ্চলে ইউ এন আই-র জনৈক প্রতিনিধি পরিভ্রমণ করে এসে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, মুক্তাঞ্চলে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুসলমান ধর্মাবলম্বী মানুষকেও এগিয়ে এসে প্রয়ােজনীয় সাহায্য করতে তিনি দেখেছেন। উৎসবের আনন্দে হিন্দু, মুসলমান ধর্মাবলম্বী সাধারণ মানুষ এবং মুক্তিবাহিনীর সৈনিকদেরও তিনি যােগ দিতে দেখেছেন। এই ধরণের এক অনুষ্ঠানে ইউ এন আই প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের এম, এল, এ সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাৎকারের সময় জনাব ইসলাম বলেছেন, দুর্গোত্সব একমাত্র হিন্দুদের উৎসব নয়—এটি বাঙালীর অন্যতম জাতীয় উৎসব।
সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১