বাঙলাদেশের শরণার্থীদের সাহায্য
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১০ জুন— গােল্ডেন টোব্যাকো কোম্পানীর পক্ষ থেকে সহকারী ম্যানেজার শ্রীপি এস চট্টোপাধ্যায় বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যে আজ তিন লক্ষ পান, সিগারেট বাঙলাদেশ মুক্তি-সংগ্রাম সহায়ক সমিতির সভাপতি মুখ্যমন্ত্রী শ্রীঅজয় মুখােপাধ্যায়ের হাতে অর্পণ করেছেন।
মহাকরণে ঐ সিগারেট প্রদান অনুষ্ঠানে গােল্ডেন টোব্যাকো পরিবেশকরাও উপস্থিত ছিলেন।
ইস্টান ইন্ডিয়া মােশান পিক এসােসিয়েশন আজ মুখ্যমন্ত্রী হাতে একদিনের (৬ জুনের) টিভি বিক্রয়ের সামগ্রিক অর্থ ২,৮৭৯ টাকা ৪ পয়সার একটি চেক বাঙলাদেশের শরণার্থীদের সাহায্য প্রদান করেন।
ইতােমধ্যেই একই উদ্দেশ্যে সহায়ক সমিতির কাছে বিদেশে চলচ্চিত্র প্রদর্শনকারী সাতটি প্রেক্ষাগৃহ’র মালিকদের পক্ষ থেকে ৫৪৬ টাকা দেওয়া হয়েছে। ৮টি প্রেক্ষাগৃহ কর্তৃক অনুরূপত সংগৃহীত অর্থ সহায়ক সমিতির কাছে দেওয়া হবে। এ সংবাদ দিয়েছে ইউ,এন,আই।
ইউ,এন,আই আই জানাচ্ছেন বিহার, উড়িষ্যা, আসামের মেঘালয়ের প্রেক্ষাগৃহ’র সমুদয় বিক্রয়লব্ধ অর্থ ঐ সকল সাহায্য মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে। ইম্ফলের পাঁচটি প্রেক্ষাগৃহ বিক্রয়লব্ধ ৫,৩৩৬ টাকা ইতােমধ্যে মনিপুরের লেফটেন্যান্ট গভর্নমেন্টের হাতে অর্পণ করা হয়েছে।
বােম্বাইয়ের মেসার্স ওয়ান লিমিটেডের ফিল্ড সুপারভাই শ্ৰী এস, কে, সিংহ বাঙলাদেশ শরণার্থীদের ট্যাবলেট মুখ্যমন্ত্রীর হাতে অর্পণ করেন।
সূত্র: কালান্তর ১১.৬.১৯৭১